Featured post

কৌশিকী অমাবস্যার মূল রহস্য

আজ কৌশিকী অমাবস্যা, অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা কারণ তন্ত্র মতে ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথি টি একটু বিশেষ কারণ অনেক কঠিন ও...

Contact us

Name

Email *

Message *

Total Pageviews

Ads

Share Our Page

রহস্যময় প্রাচীন দেবভূমি কেদারনাথ মন্দিরের এই পাঁচটি অজানা তথ্য..এগুলি জানলে নাকি পুণ্য লাভ হবেই

কেদারনাথ মন্দিরটি হিন্দুদের পবিত্র তীর্থস্থান৷ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩হাজার ৫৮৩মিটার উচ্চতায় অবস্থিত এই মন্দিরটি৷

 ভারতের উত্তরাখন্ডের গাড়োয়াল পর্বতে মন্দাকিনী নদীর তীরে অবস্থিত এই শিব মন্দিরটি৷ তবে, শীতকালে কেদারনাথ মন্দিরটি বরফে ঢাকা পড়ে যাওয়ায় মূর্তিগুলিকে অন্যত্র নিয়ে যাওয়া হয়৷

কথিত আছে, আদি শঙ্কর বর্তমান স্থানে মন্দিরটি নির্মাণ করেছিলেন৷ একটি বিখ্যাত জ্যোতির্লিঙ্গের জন্যই এই মন্দিরটি বিখ্যাত৷ পাণ্ডবেরা এখানে তপস্যা করেই শিবকে তুষ্ট করার জন্য এখানে শিবের পূজা করেন৷ যদিও মহাভারত মহাকাব্যেও এই মন্দিরটির উল্লেখ রয়েছে৷ এটি উত্তর হিমালয়ের ছোট চারধাম তীর্থযাত্রার অন্যতম৷



 এই কেদারনাথ মন্দিরটিকে ঘিরেই রয়েছে বেশ কিছু তথ্য যা সকলেরই অজানা৷

 ১) কেদারনাথ মন্দিরে একটি ত্রিভুজাকৃতি জ্যোতির্লিঙ্গ কেদারনাথ মন্দিরে পূজা করা হয়৷
 ২) মহাভারত মহকাব্য অনুযায়ী, বেদব্যাসের নির্দেশে কেদারনাথে শিবকে তুষ্ট করার জন্য পূজা করেন পাণ্ডবেরা৷ কুরক্ষেত্র যুদ্ধে তাদের সমস্ত পাপ দূর করার জন্যই তার কেদারনাথে শিবের পূজা করতে যায়৷ শেষ অবধি তারা ভগবানকে তুষ্ট করতে সক্ষমও হয়েছিলেন৷
৩) তীব্র শীতের জন্য মন্দিরটি কেবল এপ্রিল মাসের শেষ থেকে কার্তিক পূর্ণিমা অবধি খোলা থাকে৷ শীতকালে কেদারনাথ মন্দিরের মূর্তিগুলিকে ছয়মাসের জন্য উখিমঠে(রুদ্রপ্রয়াগে) নিয়ে গিয়ে পূজা করা হয়৷
৪) কেদারনাথ মন্দিরটি একটি মন্দির নয়৷ পরপর পাঁচটি মন্দির একসঙ্গে রয়েছে এখানে৷ কথিত আছে, শিবের আলাদা আলাদা পাঁচটি অঙ্গ এখানে পড়েছিল৷ এই পাঁচটি মন্দির হল- কেদারনাথ, রুদ্রনাথ, কল্পেশ্বর, টুঙ্গানাথ, মধ্যমাহেশ্বর৷
৫) এপ্রিল থেকে সেপ্টেম্বরই কেদারনাথ মন্দির যাত্রার জন্য একেবারে আদর্শ৷

Share this:

Post a Comment

 
Copyright © Tarapith - The Land Of TaraMata. Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates