তারাপীঠের কাছে অবস্থিত ৬টি মহাপীঠস্থান।
তারাপীঠে মায়ে দর্শনের জন্য এলে, এই ৬টি স্থান একবার ঘুরে আসা দরকার। পীঠস্থান গুলি তারাপীঠের কাছাকাছি অবস্থিত, এই সমস্ত পীঠস্থানগুলি একদিনেই ঘুরে তারাপীঠ ফেরা যাবে।
১. নলহাটি - মা নলাটেশ্বরী --
তারাপীঠ থেকে প্রাইভেট অটো বা গাড়ি করে যাওয়া হয়। দূরত্ব -২৫ কিমি।
২. সাঁইথিয়া - মা নন্দেকেশ্বরী-
তারাপীঠ থেকে বেসরকারি বাস, প্রাইভেট অটো বা গাড়ি করে যাওয়া হয়। দূরত্ব -৩২ কিমি।
এছাড়া রামপুরহাট রেল স্টেশন থেকেও ট্রেনে করেও যাওয়া যায়।
৩. লাভপুর - মা ফুল্লরা -
তারাপীঠ থেকে প্রাইভেট গাড়ি করেই এখানে যাওয়া হয়। দূরত্ব -৬০ কিমি।
৪. বক্রেশ্বর - বাবা বক্রেস্বর ও উষ্ণ প্রসবন--
তারাপীঠ থেকে প্রাইভেট গাড়ি করে যাওয়া হয়। দূরত্ব -৭৫ কিমি।
৫. কঙ্কালীতলা - মা কঙ্কালী-
তারাপীঠ থেকে প্রাইভেট গাড়ি করে যাওয়া হয়। দূরত্ব -৯০ কিমি।
এছাড়াও রামপুরহাট রেল স্টেশন থেকেও ট্রেনে করে প্রান্তিক স্টেশনে নেমে ভ্যান বা টোটো করে যাওয়া যায়।
৬. আকালীপুর - গুরজয়া মা কালী-
মহারাজা নন্দকুমারের প্রতিষ্ঠিত।
দূরত্ব - তারাপীঠ থেকে ৪৪ কিমি
প্রাইভেট গাড়ি করেই এখানে যাওয়া হয়।
মূল ভাবনা, লেখা, তথ্য, ছবি -
~শ্রী কৌশিক মুখার্জী~
(Priest, Tarapith Temple)
Harrah's Cherokee Casinos - Mapyro
ReplyDeleteMapyro is a 여주 출장샵 directory of casinos and other 광양 출장안마 gambling information, including address, telephone 경주 출장마사지 number, reviews and other information. 부산광역 출장마사지 Use 익산 출장안마 our directory to explore