🔶 দেবী তারার অপর নাম কৌশিকী। শুম্ভ নিশুম্ভের অত্যাচার থেকে অব্যাহতি পেতে দেবতারা দেবভূমি হিমালয়ে পর্বতীর জন্য তপস্যা শুরু করেন।
শুম্ভ নিশুম্ভকে বধ করতে দেবী নিজ দেহকোষ থেকে বের হয়ে আর এক দেবীমূর্তিতে আবির্ভাব হয়েছিলেন। যার নাম কৌশিকী।
🔷 অন্যদিকে ১২৭৪ বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেতশিমূল বৃক্ষের তলায় সাধক বামাক্ষ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন।
🔹 তাই এই বিশেষ তিথিতে মায়ের পুজো দিয়ে পুন্য অর্জনের জন্য কয়েক লক্ষাধিক ভক্তবৃন্দের সমাগম ঘটে তারাপীঠে।
💠💠 কিন্তু সময়ের অভাবে বা ব্যাস্ততার কারণে অনেক ভক্ত এসে পৌঁছাতে পারেননা মায়ের কাছে,
তাই যে সকল ভক্তবৃন্দ কৌশিকী অমাবস্যায় পুজো দিতে ইচ্ছুক ,🔘 তাঁরা নিচের লিঙ্কে ক্লিক করে আপনার পূজা পাঠিয়ে দিন আগামী 19th আগস্টের মধ্যে।
⤵⤵⤵⤵⤵
Post a Comment