তারাপীঠে দেবী তারামা ছাড়া অন্য কোনও দেবীর মৃন্ময়ী মূর্তি পুজো না করার চিরাচরিত প্রথা রয়েছে, কারণ তারামায়ের মধ্যেই সব দেবীই বিরাজমান। তাই সকল দেবীকে তারামায়ের সঙ্গে অভেদ কল্পনা জ্ঞানে পুজো করা হয়। যুগ যুগ ধরে কালী, দুর্গা, জগদ্ধাত্রী, সরস্বতী সহ সকল দেবীর আরাধনা তারামূর্তির উপর হয়ে আসছে।
তাই জগদ্ধাত্রী দেবীর আরাধনা উপলক্ষে মাকে ডাকের সাজে সাজিয়ে তোলা হয়।
তারা অঙ্গে দেবী জগদ্ধাত্রী পূজিতা হবেন। সকালে স্নানের মঙ্গলারতি। সন্ধ্যারতির পর মাকে ভোগ নিবেদন করা হবে। এরপর নিশিরাতে দেবী তারাকে জগদ্ধাত্রীরূপে পুজো করা হবে।
জগদ্ধাত্রী পুজোর সময় মায়ের দু’বার অন্নভোগ হয়।
নিশিভোগে বিশেষ ভাবে থাকে খিচুড়ি ও বিভিন্ন রকম ভাজা।
এই ভোগ নিবেদনের পরে সাধু ও ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়।
বিশেষ এই তিথিতে পুজো দিতে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তের সমাগম ঘটে।
উক্তপূজায় আপনারা পূজা দিতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করে আপনার পূজা তাড়াতাড়ি পাঠিয়ে দিন।
Post a Comment