Featured post

কৌশিকী অমাবস্যার মূল রহস্য

আজ কৌশিকী অমাবস্যা, অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা কারণ তন্ত্র মতে ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথি টি একটু বিশেষ কারণ অনেক কঠিন ও...

Contact us

Name

Email *

Message *

Total Pageviews

Ads

Share Our Page

শিবরাত্রি কেন পালন করা হয়? তারাপীঠে শিবরাত্রির গুরুত্ব


শিবরাত্রি করেছেন নিশ্চয়ই? সারাদিন না খেয়ে থেকে তারপর মহাদেবের মাথায় জল ঢালার পরিকল্পনা আছে নিশ্চয়ই? তবে কতটা জানেন শিবরাত্রি সম্পর্কে? জেনে নিন শিবরাত্রি সম্পর্কিত এমন কিছু তথ্য, যা আপনার অজানা।

 ১) শিবরাত্রির দিনে শিব পার্বতীকে বিয়ে করেছিলেন।
 ২) প্রত্যেক বছর ফাল্গুনমাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে শিবরাত্রি উদযাপন করা হয়।
 ৩) বিশ্বাস করা হয়, শিবরাত্রির রাতই মহাদেবের প্রিয় রাত।
 ৪) শিবরাত্রির দিনেই মহাদেব তাণ্ডব নৃত্য করেছিলেন। আর তারপর থেকেই এই নৃত্য পৃথিবী বিখ্যাত হয়ে যায়।
 ৫) অবিবাহিত মেয়েদের জন্য এটাই সবচেয়ে পূণ্যের রাত। যাঁরা ভগবান শিবের মতো স্বামী চান, তাঁরা এই দিন ব্রত করেন।
 ৬) এই ব্রত শুধু অবিবাহিত মেয়েরাই নন, বিবাহিত মেয়েরা এমনকি ছেলেরাও এই ব্রত করতে পারেন।
 ৭) সাফল্য ও সমৃদ্ধি চেয়েও এই ব্রত করা যায়। 
৮) অশুভ শক্তি থেকে মুক্তি পেতে এই ব্রত করা হয়।
 ৯) যে সময়ে মহাদেব শিব লিঙ্গের রূপ ধারণ করেছিলেন, সেই সময়ই শিবরাত্রি ব্রত উদযাপনের উপযুক্ত সময়।
 ১০) সমুদ্র মন্থনে বিষ পাণ করেছিলেন মহাদেব। বিশ্বাস করা হয়, এই কারণেই সারারাত জেগে শিবরাত্রি ব্রত পালন করা হয়।
 ১১) বিশ্বের বিভিন্ন প্রান্তে শিবরাত্রি পালন করা হয়।
 ১২) পূরাণে উল্লেখ রয়েছে যে ঠিক কোন কোন উপাদান ব্যবহার করা হয় শিবরাত্রিতে।
 ১৩) শিবরাত্রিতে ব্যবহৃত উপাদানগুলির প্রত্যেকটির আলাদা আলাদা উপকারীতা রয়েছে।
 ১৪) মহাশিবরাত্রির ব্রত করলে রজঃ গুণ এবং তমোঃ গুণগুলির সংযম শক্তি বাড়ে।
 ১৫) ভক্তরা ভিন্ন ভিন্ন ভাবে শিব মন্ত্র 'ওম নমঃ শিবায়' স্তব করে থাকেন।



যে সব ভক্তবৎসল শিবরাত্রি দিন তারামায়ের পূজা দিতে ইচ্ছুক তারা নিচের যেকোনো একটি পূজাতে ক্লিক করে আপনার পূজা পাঠিয়ে দিন..







- Contact Us -
Email Id

Helpline No-
+91-8116473491, +91-7583916838


Share this:

Post a Comment

 
Copyright © Tarapith - The Land Of TaraMata. Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates